বরিশাল-গোমা-বাকেরগঞ্জ সড়কে বাসের চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত
- আপডেট সময় : ০৭:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
বরিশাল-গোমা-বাকেরগঞ্জ সড়কে বাসের চাপায় মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ ও মেহেরপুরে শিশুসহ তিনজন মারা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে সাগর পরিবহনের একটি বাস গোমা ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলো। অপরদিকে ওই দুই যুবক সন্তোষদি গ্রামের বাড়ি থেকে মোটর সাইকেলে বরিশাল যাচ্ছিলো। বাসটি নিমতলা বাসস্ট্যান্ড অতিক্রমকালে বিপরীতমুখি ওই মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছে। নিহতদের স্বজনরা জানায়, অসুস্থ বন্ধু হোসেন আলীকে নিয়ে সদর হাসপাতালে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ৩ জনই গুরুতর আহত হন। হাসপাতালে নিলে চিকিৎসক মালেক ও ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সুজন খন্দকার নামের এক ইটভাঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।