বরিশাল জেলার হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে

- আপডেট সময় : ০৩:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
- / ১৬৫০ বার পড়া হয়েছে
গ্রামীণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বরিশাল জেলার ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ দেয়া হয়েছে ৯৭ জন নতুন চিকিৎসক। এতে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে । নামমাত্র টাকায় চিকিৎসা সেবা পাওয়ায় সন্তুস্ট রোগী ও তাদের স্বজনরা। তবে, অতীতের মতো তদবির ও সুপারিশের মাধ্যমে এসব চিকিৎসক শহরমুখী হলে আবারো চিকিৎসক পদগুলো শূণ্য হয়ে পড়ার আশঙ্কায় সুপারিশকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি সুশীল সমাজের প্রতিনিধিদের।
বরিশালের বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন, মেহেন্দীগঞ্জ ও মুলাদীতে ১১ জন করে, গৌরনদীতে ১০ জন, উজিরপুর আগৈলঝাড়া ও সদর উপজেলায় ৯ জন করে, বাবুগঞ্জ ও বানারীপাড়ায় ৮ জন করে এবং হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন চিকিৎসক যোগদান করেছেন। ফলে পাল্টে গেছে সেখানকার চিত্র। প্রতিদিন লাইনে দাঁড়িয়ে সকাল থেকে চিকিৎসা সেবা নিচ্ছে স্থানীয়রা।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবার মানও বেড়েছে আগের চেয়ে বেশি। তবে, আধুনিক রোগ নির্ণয়ের যন্ত্রপাতি পাওয়া গেলে চিকিৎসা সেবা আরো সহজ হবে,বলছেন চিকিৎসকরা। সরকারি নিয়ম অনুযায়ী নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের পদগুলো যাতে আর শূন্য না থাকে সেদিকে সংশ্লিষ্টদের নজর দেয়ার দাবি রোগীর স্বজনদের।
এদিকে, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেয়া হলে এসব হাসপাতালেই বিভিন্ন ধরনের অপারেশন করা সম্ভব হবে বলে জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এসব চিকিৎসকদের শহরমুখী করতে তদবির এবং সুপারিশকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে অবস্থার পরিবর্তন সম্ভব, বললেন সচেতন নাগরিক কমিটির সভাপতি। আর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা জানালেন, নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের বিভাগীয় ও জেলা প্রশাসন থেকে কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।