বরিশাল নগরে এখনও বিরাজ করছে থমথমে অবস্থা
- আপডেট সময় : ০৫:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের বাসভবনে হামলার ঘটনায় বরিশাল নগরে এখনও বিরাজ করছে থমথমে অবস্থা। শুক্রবার সকাল থেকে নগরের রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি ও যানবাহন চলাচল ছিলো অনেক কম। বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল বলেছেন, এই মুহূর্তে বিজিবি নামানোর কোনো প্রয়োজন নেই। তবে যদি প্রয়োজন হয় এজন্য বিজিবি প্রস্তুত রয়েছে।
ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলেছে, রাজনৈতিক দুর্বৃত্তদের আইনের মাধ্যমেই মোকাবিলা করা হবে। এ ঘটনায় সংগঠনটি বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। গতকাল সংগঠনের সভাপতি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের জরুরি সভার পর বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার আলী আরশাদ বলেছেন, জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। পৃথক মামলায় ১৩ জন কে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’