বরিশাল বিএনপিতে কমিটি গঠনের তোড় জোড় চলছে
- আপডেট সময় : ০১:৪০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বরিশাল বিএনপিতে কমিটি গঠনের তোড় জোড় চলছে। কমিটিতে পদ পেতে চলছে লবিং-তদবির। গণতন্ত্রীক ভাবে কমিটি গঠনের চর্চা না থাকায় নেতাদের পেছনে ছুটছেন পদ প্রত্যাশীরা। দীঘ দিনের পরীক্ষিতদের চেয়ে মৌসুমী নেতারাই এগিয়ে আছেন তদবিরে। এমন অভিযোগ মাঠ পর্যায়ের নেতাকর্মীদের।
কমিটি গঠনকে কেন্দ্র করে পদ পদবী পেতে চলছে লবিং-তদবিরের প্রতিযোগিতা। আর তাতে এগিয়ে আছেন দলীয় কর্মসূচী ও সরকার বিরোধী আন্দোলন-সংগ্রাম থেকে দূরে থাকা নেতারা। তবে তাদের লবিং-তদবিরে দিশেহারা হয়ে পড়েছেন দীর্ঘদিন রাজপথ দাপিয়ে বেড়ানো মামলা-হামলার শিকার হওয়া নেতৃবৃন্দ।
এদিকে মহাগনর আহবায়ক কমিটিতে স্থান পেতে কয়েকভাবে বিভক্ত হয়ে পড়েছেন স্থানীয় নেতারা। ইতোমধ্যে কেন্দ্রে জমা পড়েছে ৫টি তালিকা।
গণতান্ত্রিকপন্থায় কমিটি গঠনে কেন্দ্রের নিকট দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। মৌসুমী নেতাদের বিষয়ে তৃণমূল সোচ্চার রয়েছে বলে জানান বিএনপি নেতারা। সর্বশেষ ২০১৩ সালের অক্টোবরে ১৭১ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর বিএনপি এবং একই সময়ে ৭ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা বিএনপির কমিটি গঠন করা হয়।