বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
- আপডেট সময় : ০৬:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে
বরিশালের বাকেরগঞ্জে মিনিবাস ও অটোরিকশার সংঘর্ষে নারী-শিশুসহ ৬ যাত্রীর মৃত্যূ হয়েছে। দুপুরে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মিনিবাসটি কুয়াকাটা থেকে বরিশালে যাওয়ার পথে বিপরীতগামী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল হাসপাতালে নেয়ার পর মারা যান আরও এক নারী।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় সিরাজ মিয়া নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়। পুলিশ জানায়, কুমিল্লাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীসহ অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই যাত্রীর মৃত্যূ হয়।
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় ভানু বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সকালে রাস্তা পার হবার সময় সিরাজগঞ্জ থেকে আসা বালুবাহী ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।