বরিশাল মহানগরে আজ বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০১:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবীতে বরিশাল মহানগরে আজ বিএনপি’র বিক্ষোভ সমাবেশ। বেলা ২টায় এই সমাবেশ শুরু হওয়ায় কথা রয়েছে।
এরই মধ্যে সমাবেশকে ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে মহানগর বিএনপি। বুধবার বরিশালের জিলা স্কুল মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। এই সমাবেশে অংশ নেবেন ঢাকার দুই মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিদ আউয়াল, রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, চট্টগ্রাম ও খুলনার সিটি মেয়র প্রার্থী ডা. শাহাদাত ও নজরুল ইসলাম মঞ্জু। প্রধান অতিথি থাকবেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন। এদিকে, ঢাকা থেকে গাড়িবহর নিয়ে বরিশাল যাওয়ার পথে ফেরিঘাটে পুলিশী বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। বৃহস্পতিবার ভোরে বরিশালের উদ্দেশে রওনা হওয়ার পর সোয়া ১০টার দিকে গাড়িবহর মাওয়া ফেরিঘাট পৌঁছালে পুলিশ বাধা দেয়। সমাবেশ উপলক্ষে বুধবার রাতে লঞ্চে করে ঢাকা থেকে বরিশালে পৌঁছেছেন কয়েক হাজার নেতাকর্মী।