বরিশালের মুলাদীর দুই ইউনিয়নে দুই গ্রুপের শান্তি চুক্তি

- আপডেট সময় : ০৫:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ও শফিপুর ইউনিয়নের বিবাদমান হাজী ও আকন গ্রুপের খুনাখুনি ও রক্তপাত বন্ধে দু’পক্ষ শান্তি চুক্তিতে সই করেছে। জেলা পুলিশ সুপারের উদ্যোগে এবং মাদারীপুর ও শরীয়তপুর পুলিশ সুপারের উপস্থিতিতে শনিবার বিকেলে শান্তি সমাবেশে শপথ ও স্বাক্ষর করেন তারা। তয়কার জাগরণী স্কুল মাঠে আয়োজিত সমাবেশের পর আনন্দ উল্লাসে মেতে ওঠেন দু’বংশের মানুষসহ এলাকার হাজারো মানুষ।
বরিশাল-মাদারীপুর ও শরীয়তপুর জেলার সীমান্তবর্তী মুলাদী উপজেলার বাটামারা ও শফিপুর ইউনিয়নে যুগ যুগ ধরে চলছে হাজী ও আকন গ্রুপের বিরোধ। ২৩ বছরে ২৮টি হত্যা, ৭টি ডাকাতি, ১২০টি নারী, ২২টি শিশু অপহরণসহ দু’পক্ষের বিরুদ্ধে মামলা ৭৫৭টি।
দুই গ্রুপের বিরোধ ও সহিংসতা মেটানোর উদ্যোগ নিয়েছেন বরিশাল পুলিশ সুপার। সহযোগিতা করেন মাদারীপুর ও শরীয়পুরের পুলিশ সুপারের। তাদের উদ্যোগে তিন জেলার সীমান্তবর্তী মুলাদী উপজেলার তয়কার জাগরণী স্কুল মাঠে |
শত্রুতা ভুলে বন্ধুত্ব স্থাপনের চুক্তিপত্রে সই করেছেন হাজী ও আকন গ্রুপের প্রধানরা। দুই গ্রুপের ৩০ জন প্রতিনিধির স্বাক্ষর করা অঙ্গীকারনামা পুলিশের হাতে তুলে দেয়া হয়।
১০০ বছরের বিরোধ মিটে যাওয়ায় বরিশাল পুলিশ সুপারের ঐকান্তিক চেষ্টাকে স্বাগত জানিয়েছে বিরোধে থাকা দুই গ্রুপ। এই এলাকায় শান্তি স্থাপন হলে ভালো থাকবে ভবিষ্যত প্রজন্মও।
অনুষ্ঠানে মুলাদী উপজেলা চেয়ারম্যান বলেন, শান্তির নতুন মাইলফলক সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে সহায়ক হবে।
দু’পক্ষের শান্তি চুক্তি জনগণ ও ভবিষ্যৎ প্রজন্মকে শান্তিতে থাকতে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান বরিশাল পুলিশ সুপার।
পরে এলাকাবাসীর দেয়া জমিতে স্থায়ী পুলিশ ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
পরে আনন্দ উল্লাসসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।