বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের। তিন দফা দাবিতে ডাকা এই ধর্মঘটের ফলে বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা। ফলে দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা।
শনিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন তারা। এর আগে, রেজিস্ট্রার মাসুদ খানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে হাসপাতাল পরিচালককে স্মারকলিপি ও কর্মবিরতির ঘোষণাপত্র দেয় ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। তাদের দাবির মধ্যে রয়েছে- ডাক্তার মাসুদ খানের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, তার বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু বিচার, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচার করা বক্তব্য প্রত্যাহার। সবশেষ ৩০ অক্টোবর ডাক্তার মাসুদ খান কোতোয়ালি মডেল থানায় ইন্টার্ন চিকিৎসকদের নাম উল্লেখ করে মামলা করেন।