বর্জ্য সরাতে ২৪ ঘণ্টা সময়ের প্রতিশ্রুতি ব্যর্থ দুই মেয়র

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
ঈদের ২৪ ঘন্টার মধ্যে রাজধানীর কোরবানীর বর্জ্য অপসারণ করা হবে– দুই মেয়রের এমন ঘোষণা ব্যর্থ হয়েছে। একদিনেও ঢাকার বিভিন্ন এলাকাসহ গরুর হাটের বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। তবে দক্ষিণের মেয়রের দাবি, কর্পোরেশন ও নগরবাসীর সহযোগিতায় বর্জ্য অপসারন করা গেছে।
রাজধানীর দুই সিটিতে ঈদের দ্বিতীয় দিনেও কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছেবিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা।
কোরবানীর বর্জ্য সরাতে ২৪ ঘন্টা সময়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেন নি দুই মেয়র। নির্ধারিত সময়ের মধ্যেই বৃষ্টির মধ্যেও শতভাগ চেষ্টা চলছে।
তবে, কিছু এলাকায় এখনো পড়ে থাকতে দেখা গেছে ছোট-বড় বর্জ্যের স্তুপ।
এদিকে, বর্জ্য অপসারণের দ্বিতীয় দিনের কার্যক্রম নগর ভবনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে তদারকি করেন দক্ষিণ সিটির মেয়র।
সিংক: শেখ ফজলে নুর তাপস, দক্ষিণ সিটির মেয়র