বর্তমানে দেশে ব্যবসায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দুর্নীতি : সিপিডি

- আপডেট সময় : ০৬:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ১৯১৪ বার পড়া হয়েছে
বর্তমানে দেশে ব্যবসায় সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দুর্নীতি। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভে অস্থিতিশীলতা, অপর্যাপ্ততা ও অদক্ষ প্রশাসন, বৈদেশিক মুদ্রার চরম সংকট, উচ্চ মূল্যস্ফীতি ব্যবসার পরিবেশ আরও জটিল করে তুলেছে বলে জানায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীতে ব্যবসায় পরিবেশ নিয়ে জরিপের তথ্য তুলে ধরেন সংস্থার গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। বলেন, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ব্যবসার পরিবেশের অবনতি হয়েছে।
বাংলাদেশ ব্যবসায় পরিবেশ ২০২৩ এর উপর উদ্যোক্তা জরিপ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। জরিপের তথ্য তুলে ধরতে রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারের সেবা, শিল্প, কৃষি, উৎপাদন খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৭১ জন, ২০২৩ সালের এপ্রিল থেকে জুলাইয়ে সিপিডির মতামত জরিপে অংশ নেন। জরিপের ফলাফলে জানানো হয়, শতভাগ বড় ব্যবসায়ীর জন্য প্রধান সমস্যা দুর্নীতি। বৈদেশিক মুদ্রার রিজার্ভে অস্থিতিশীলতা ব্যবসায়ীদের বেশি প্রভাবিত করেছে বলেও জানান তিনি। জরিপে উঠে এসেছে, এশিয়ায় ব্যবসায় প্রতিযোগিতায় পিছিয়ে বাংলাদেশ। ভিয়েতনামও সব সূচকে বাংলাদেশের উপরে বলেও জানান, খন্দকার গোলাম মোয়াজ্জেম ।