বর্তমান নির্বাচনী ব্যবস্থায় দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় : ড.আকবর আলি খান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
বর্তমান নির্বাচনী ব্যবস্থায় দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.আকবর আলি খান। দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসি’র ছায়া সংসদে এ মন্তব্য করেন তিনি।
ড. আকবর আলি খান বলেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থায় দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব না। সুষ্ঠু ও অবাধ নির্বাচন, শুধু ইসি’র একার পক্ষে সম্ভব না। নির্বাচনী পরিস্থিতি ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনকে সাহসী হতে হবে বলেও মনে করেন তিনি।। বর্তমান ইসি’র প্রতি জনগনের আস্থা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতায় দুই দলের বিতার্কিকরা তাদের যুক্তি তুলে ধরেন। বির্তক প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসকে হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি বিজয়ী হয়।