বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে : সেলিমা রহমান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। যে নির্বাচনের মধ্য দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে বলে জনান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ।
আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপি’র বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে সকালে নগরীর সদর রোডের হোটেল সেডেনার হলরুমে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় সেলিমা রহমান বলেন, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে জবাবদিহীতা নিশ্চিত করে জনগনের মৌলিক ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এছাড়া সরকার বিরোধী আন্দোলনে সব রাজনৈতিক দলকে রাজপথে আন্দোলনে নামার আহ্বান জানান তিনি।