বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশের গুম বিচারবহির্ভূত হ’ত্যার বিচার হবে না: মান্না
- আপডেট সময় : ০৮:৫৯:১৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
বর্তমান সরকার ক্ষমতায় থাকলে দেশের গুম বিচারবহির্ভূত হত্যার বিচার হবে না। তাই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। রাজধানীতে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন সরকার ক্ষমতায় টিকে থাকতে গুম খুনের পথ বেছে নিয়েছে। গুমের সাথে জড়িতদের বিচার আওতায় আনার দাবী জানান ভুক্তভোগী পরিবারগুলো।
আন্তর্জাতিক গুমপ্রতিরোধ দিবসে রাজধানীর ডিপ্লোম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজক গুম হওয়া পরিবারগুলোর সংগঠন….. মায়ের ডাক। ১৫ বছর ধরে নিখোঁজ সদস্যদের খোঁজে থাকা পরিবারগুলোর বুকফাঁটা কান্নায় ভারী হয়ে ওঠে পুরো হল রুম। গুমের সাথে জড়িতদের বিচার চাওয়া এবং স্বজনদের ফিরে পাওয়ার আকুতি তাদের।
সরকার নিজের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে.. গুম ও খুনের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ জানান বক্তারা। অনুষ্ঠানের প্রধান অতিথির নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এই ধরণের মানবাধিতাবিরোধী অপরাধের বিচার করতে সরকারকে আগে ক্ষমতা থেকে সরাতে হবে। ক্ষতার পরিবর্তন হলে প্রত্যেকটি হত্যা ও গুমের বিষয়ে বিচার বিভাগীয় স্বাধীন কমিশন গঠন করে বিচার নিশ্চিত করা হবে বলেও জানান বক্তারা।