বর্তমান সরকার দেশের গ্রামগুলোকে শহরে পরিণত করেছে : জাতীয় সংসদের হুইপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বর্তমান সরকার দেশের গ্রামগুলোকে শহরে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী।
সকালে চট্টগ্রামের পটিয়ায় বেলখাইন একতা ফুটন্ত ক্লাবের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বিগত ৫ বছরে শুধু পটিয়া উপজেলাতেই অন্তত ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছে সরকার। এরকম দেশের প্রতিটি উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতেও সরকারের উন্নয়ন কাজ চলেছে। এতে ইর্শান্বিত হয়ে একটি মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। কখনো ধর্মের নামে আর কখনো গুজব ছড়িয়ে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবানও জানান জাতীয় সংসদের হুইপ।