বর্তমান সরকার দেশের মানুষ, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু : ফখরুল
- আপডেট সময় : ১০:৩২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
- / ১৮১৮ বার পড়া হয়েছে
বর্তমান সরকার দেশের মানুষ, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দিশেহারা হয়ে অসংলগ্ন কথা বলছে এবং কাজ করছে আওয়ামী লীগ। বিকেলে নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ভারত কী বললো, তা নিয়ে মাথা ঘামানোর সময় নেই। জনগণ বলছে, এই সরকারকে বিদায় করতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তারের জুবাইদা রহমানকে আদালত কর্তৃক সাজা দেয়ায় রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
প্রচণ্ড বৃষ্টি ও হাটু পানি উপেক্ষা করেই সমাবেশ স্থলে আসে দলের হাজারো নেতাকর্মী। আদালতের দেয়া রায়কে ফরমাসে দাবি করে, রায় বাতিল চেয়ে নানা স্লোগান দেয় তারা।
রাস্তায় পানি জমে যাওয়ায় নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ পরে, শুরু হয় সমাবেশ। জনগণের আন্দোলনকে প্রতিহত করতেই তারেক-জুবাইদার বিরুদ্ধে এ রায় বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা।
ভক্সপপঃ
স্থায়ী কমিটির সদস্যরা বলেন, এই সরকার অবৈধ এবং এ রায়ও অবৈধ। আন্দোলনের মাধ্যমে রায় প্রতিহত করার হুঁশিয়ারী দেন তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন, হামলা, মামলায়, আর আদালতকে ব্যবহার করে ফরমায়েসী রায় দিয়ে আন্দোলন প্রতিহত করা যাবে না।
বিদেশীরা কি বললো তা নিয়ে ভাবছে না বিএনপি; সাধারণ জনগণের কথা চিন্তা করেই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দুর্বার আন্দোলনের মধ্যে দিয়ে সরকারের পতন ঘটাতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার অহবান জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।