বর্ধিত ভাড়া নিয়ে নতুন করে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর সারাদেশে গণপরিবহনের বর্ধিত ভাড়া নিয়ে নতুন করে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। প্রায় সব জেলা থেকেই অভিযোগ পাওয়া যাচ্ছে।
যশোর থেকে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ রুটের ভাড়ার তালিকা চূড়ান্ত না হওয়ায় পরিবহন শ্রমিকরা ইচ্ছেমত ভাড়া আদায় করছেন যাত্রীদের কাছ থেকে। এর আগে যশোর থেকে খুলনা ৮০ টাকা ভাড়া থাকলেও বর্তমান নিচ্ছে ১১০ টাকা। ঢাকার ভাড়া ৪৮০ টাকার বদলে নিচ্ছে ৫৫০ টাকা। পরিবহন শ্রমিকরা বলছেন, বাস মালিকদের কাছ থেকে কোন সিদ্ধান্ত না আসায় অনুমান করে গড়ে ২০ থেকে ৩০ ভাগ ভাড়া বেশি নিচ্ছেন তারা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে ভোলার বিভিন্ন রুটের যাত্রীবাহী বাসের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এটা বন্ধে বৈঠক করেছেন ভোলার পুলিশ সুপার ও বাস মালিক সমতির নেতারা।