বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১৬ শিশুসহ ৬৭ ফিলিস্তিনি নিহত
- আপডেট সময় : ১২:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদার বাহিনী। গত কয়েকদিনে ইসরায়েলের লাগাতার বিমান হামলায় এ পর্যন্ত ১৬ শিশুসহ ৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।৮৬ শিশু ও ৩৯ নারীসহ গুরুতর আহত হয়েছেন আরও ৩৬৫ জন।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও ৩৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।গাজার পুলিশ সদর দফতর ও নিরাপত্তা ভবনে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অপরদিকে, ইসরায়েলকে লক্ষ্য করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার রকেট হামলায় অন্তত শিশুসহ ৬জন ইসরায়েলি নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ইসরায়েলি সৈন্য রয়েছেন। এছাড়া হামাসের হামলায় অন্তত ১শ’ জন ইসরায়েলি আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ইসরায়েলের বিভিন্ন স্থানে প্রায় দেড় হাজার রকেট হামলা চালিয়েছে গাজা। এদিকে বিমান হামলা চালিয়ে গাজার একটি বহুতল ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। নগরীর ১৪ তলা বিশিষ্ট শরওক টাওয়ারে বেশ কয়েকটি মিডিয়া অফিস ছিল। এটি গাজা উপত্যকার খুব ঘনবসতিপূর্ণ অঞ্চল।