বর্ষবরণকে ঘিরে রাজধানীর বিভিন্ন জায়গায় ছিল বিনোদন প্রেমীদের ভিড়
- আপডেট সময় : ০৭:৫৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
লাল পাড়ের সাদা শাড়ি, যেন না পরলেই নয়। কারণ, নতুন বছর বরণ করার দিন আজ। নারী-পুরুষ নির্বিশেষে দিনটি বরণ করে নিতে উন্মুখ হয়ে থাকে। মেয়েরা শাড়িসহ নানা বৈশাখী পোশাক আর ছেলেরা পাঞ্জাবি-ফতুয়া পরে ১৪২৯-কে বরণ করে নিয়েছে। দিনটিকে ঘিরে রাজধানীর বিভিন্ন জায়গায় ছিল বিনোদন প্রেমীদের ভিড়। দীর্ঘ দু’বছর পর দিনব্যাপী উৎসব-মুখর হয়ে ওঠে নগরবাসী।
বছরের প্রথম দিন আকাশে যেন হাজার রঙের মিলন মেলা। সে রঙ ছড়িয়ে পড়েছে প্রতিটি মানুষের হৃদয়ে। বাংলা নববর্ষ ১৪২৯ কে বরণ করে নিতে রাজধানীসহ দেশ জুড়ে ছিল নানা আয়োজন।
বাঙালির সার্বজনীন উৎসব বলে কথা। তাই তো ধর্ম-বর্ণ নির্বিশেষে রাজধানীর হাতিরঝিলে ছিল বিনোদন প্রেমিদের ভিড়।
তবে, পহেলা বৈশাখ ও রমজান একসাথে হওয়ায় কিছুটা ভাটা পড়ছে উৎসব উদযাপনে। বিশেষ করে নানা পদের বাহারি খাদ্য সামগ্রী নেই দিনের আয়োজনে।
গত দু’বছরের দুঃসময়কে অতিক্রম করে নতুন আনন্দে জেগে উঠেছে এবারের বৈশাখ। সবার প্রত্যাশা, জরা-জীর্ণতাকে ভুলে মঙ্গলময় হয়ে উঠুক বিশ্ব।