বর্ষসেরা ‘সিএমও’ ওয়ালটনের ফিরোজ আলম
- আপডেট সময় : ০২:১৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
‘চিফ মার্কেটিং অফিসার (সিএমও) অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ ফিরোজ আলম। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডের এই ক্যাটাগরিতে পুরস্কার পান তিনি।
করপোরেট সেক্টরে অসামান্য অবদান রাখায় তাকে পুরস্কৃত করা হয়। সম্প্রতি ঢাকার লা মেরিডিয়ান হোটেলে ফিরোজ আলমের হাতে সম্মাননা তুলে দেন ম্যানিলার লিডারশিপ ট্রেইনার বাইওসিলিয়ন এসপিসি’র চিফ পিপল অফিসার বেথ ম্যাকডোনাল্ডস।
লিডারশিপ সম্মেলনের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২২। এবার ১৬ ক্যাটাগরিতে ১৬ করপোরেট নির্বাহীকে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন বিজনেস লিডার, বিশেষজ্ঞ ও পেশাদার ব্যক্তিত্ব অংশ নেন। দিনব্যাপী সম্মেলনে দেশ-বিদেশের বিশেষজ্ঞ এবং নেতৃস্থানীয় ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা এবং নেতৃত্বের বিভিন্ন বিষয়ে কথা বলেন।