বলি খেলার মতো অবস্থা তৈরি হচ্ছে রাজনীতিতে : সুজন সম্পাদক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ১৯৩২ বার পড়া হয়েছে
বর্তমান রাজনীতিতে বলি খেলার মতো অবস্থা তৈরি হচ্ছে। এর সমাধান দরকার বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার
তিনি বলেন, রাজনীতির সক্ষমতা তৈরি না হলে দেশের অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। অর্থনৈতিক সংকট নিরসনের পূর্বশর্ত- রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে সকালে এক অনলাইনে সেমিনারে তিনি একথা বলেন। বর্তমান সংঘাতপূর্ণ রাজনীতি অব্যাহত থাকলে দেশ বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়বে বলে হুঁশিয়ার করে তিনি অবিলম্বে রাজনৈতিক সংস্কারের পদক্ষেপ নেবার আহ্বান জানান।