বসানো হলো পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৩৭তম স্প্যান
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বসানো হলো পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৯ ও ১০ নাম্বার পিলারের উপর ‘টু-সি’ নামের ৩৭তম স্প্যান। এর ফলে এখন মূল সেতুর দৃশ্যমান হয়েছে সাড়ে ৫ কিলোমিটার। এখন বাকী রইলো আর মাত্র ৪টি স্প্যান।
সকালে দেড়শ’ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন- তিয়ানহু বহন করে আনে মাওয়া প্রান্তের পিলার দুটির কাছে। এরপর এ্যাংকরিংয়ের মাধ্যমে দেশী-বিদেশী দু’শ’ শ্রমিকের প্রচেস্টায় বিকেল পৌনে ৩ টায় ৩৭তম স্প্যানটি সেতুতে বসাতে সক্ষম হয় প্রকৌশলীরা। গেলো অক্টোবর মাসে ৪টি স্প্যান বসানো হয়। আর চলতি মাসে এ পর্যন্ত দুটি স্প্যান বসানো হলো। চলতি মাসে আরো ২টি এবং ডিসেম্বর মাসের ১২ তারিখের মধ্যে ২টিসহ বাকী ৪টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে সেতু কর্তৃপক্ষের।