বসুরহাট পৌর মেয়র কাদের মির্জার আহ্বানে আধাবেলা হরতাল পালিত হয়েছে
- আপডেট সময় : ০১:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুগ্রুপে সংঘর্ষ গোলাগুলির প্রতিবাদে বসুরহাট পৌর মেয়র কাদের মির্জার আহ্বানে আধাবেলা হরতাল পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হরতালের সমর্থনে মির্জা কাদেরের সমর্থিত নেতাকর্মী বসুরহাট বাজারের রূপালী চত্বর থেকে জমায়েত হয়ে মিছিল নিয়ে থানার সামনে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।
মির্জা কাদেরের সমর্থকদের দাবি, সকাল থেকে পুলিশ মারমুখী আচরণ করছে। পুলিশের লাঠিচার্জে তাদের ১২জন নেতাকর্মী আহত হয় এবং তাদের কয়েকটি চেয়ার ভাংচুর করা হয়েছে। সকাল থেকে হরতালের সমর্থনে কোম্পানীগঞ্জের বসুরহাটসহ বেশ কয়েকটি স্থানে মিছিল হয়েছে। সড়কে গাছ ফেলে ও অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়। তবে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ ও রেব থাকায় হরতালে কিছুটা ভাটা পড়ে। আবদুল কাদের মির্জার আজ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এছাড়া, মির্জা কাদেরের অপরাজনীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবেন মিজানুর রহমান বাদল।