বস্তিবাসীদের জন্য স্বল্প ভাড়ায় আরো আবাসনের ব্যবস্থার আশ্বাস প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:৩৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বস্তিতে বাস করা কেউ গ্রামে নিজ ঘরে ফিরতে চাইলে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তাকে জমিসহ ঘর দেবে সরকার। ছয় মাস যেন তারা চলতে পারে সে ব্যবস্থা করা হবে। তিনি আরো বলেন, প্রান্তিক জনগনের জীবনমান উন্নত করতে একের পর এক উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। সকালে গণভবন থেকে মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত একাধিক আবাসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ঢাকায় বসবাসরত বস্তিবাসীদের জন্য কম টাকায় ফ্ল্যাটে থাকার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এসব ফ্ল্যাটে মাসে মাত্র সাড়ে সাত হাজার টাকা ভাড়া দিয়ে থাকবেন বস্তিবাসীরা। এ প্রকল্পে ব্যয় হবে ১৪৮ কোটি টাকা।
মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে , মিরপুর-১১ নম্বর সেকশনে বস্তিবাসীদের জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৩০০ ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় প্রধানমন্ত্রী জানান, জেলা ও উপজেলাভিত্তিক সরকারি কর্মকাণ্ড বেড়েছে। জনগন যেন একই স্থানে সব সরকারি সুবিধা পেতে পারে সেজন্য বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে তার সরকার।
ঘরে ফেরা কর্মসূচি আবারও শুরু করার ঘোষণা দেন সরকার প্রধান।
জাতির পিতার এই দেশে কেউ গৃহহীন থাকবে না বলে আবারো অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপজেলাভিত্তিক আবাসন প্রকল্প নির্মান ও সুযোগ সুবিধা বাড়ানোর ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।