বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের স্ত্রী ও তার ভাইকে দুদকের জিজ্ঞাসাবাদ
- আপডেট সময় : ০৭:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের স্ত্রী ও তার ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। এসময় সম্রাট ও তার পরিবার ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেন স্ত্রী শারমিন চৌধুরী। আর দুদক সচিব দিলোয়ার বখত বলেন, সম্রাটের অবৈধ সম্পদ ও দুর্নীতির সহযোগীদের খুঁজে বের করা হবে।
দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে বৃহস্পতিবার দুদক কার্যালয়ে আসেন বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের স্ত্রী শারমিন ও ভাই ফরিদ আহমেদ চৌধুরী।১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সম্রাটের স্ত্রী ও ভাই কে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে তিন সদস্যের একটি টিম। এ সময় জিজ্ঞাসাবাদের বিষয়ে কথা বলেন দুদক সচিব। পাশাপাশি সম্রাটের অবৈধ সম্পদ ও দুর্নীতির সহযোগীদের বিষয়ে দুদকের অনুসন্ধান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আর জিজ্ঞাসাবাদ শেষে সম্রাটের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন তার স্ত্রী শারমিন।এরই মাঝে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গত ১৮ আগস্ট সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্টদের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশও দেয় আদালত।