বহুল আলোচিত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জামিন শুনানির আদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬১৬ বার পড়া হয়েছে
বহুল আলোচিত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিন পাবেন কি-না তা জানা যাবে দুপুরে।
বেলা ২টায় বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিবেদন জমা নেয়ার পর জামিন আবেদনের শুনানি শেষে বেলা সোয়া ১১টার দিকে আদেশের সময় নির্ধারণ করেন হাইকোর্ট বেঞ্চ। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ আইনজী ব্যারিস্টার মওদুদ ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।