বহুল প্রতীক্ষিত জেলা আওয়ামী লীগ সম্মেলন ঘিরে উৎসবমুখর নোয়াখালী
- আপডেট সময় : ১১:৩২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বহুল প্রতীক্ষিত জেলা আওয়ামী লীগ সম্মেলন ঘিরে উৎসবমুখর নোয়াখালী। দীর্ঘ ৫ বছর পর আগামীকাল অনুষ্ঠেয় এ সম্মেলনে পদ পেতে নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উত্তেজনা। আর জেলা শহর মাইজদী সেজেছে বর্ণীল সাজে। শহর ছেয়ে গেছে দলীয় নেতাদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে।
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন বুধবার। সকালে শহীদ ভুলু স্টেডিয়ামে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ২য় পর্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন। ক্ষমতাসীন দলের সম্মেলনে মাইজদী পরিনত হয়েছে উৎসবের শহরে। রাতের নোয়াখালী সেজেছে বর্নিল আলোক সজ্জায়।
কমিটির গুরুত্বপূর্ণ ২টি পদের মধ্যে সভাপতি পদে তেমন কারও আগ্রহ না থাকলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এমপি একরামুল করিম চৌধুরী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শহিদ উল্যা খান সোহেলের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে শহর।
তবে দলের দু:সময়ে ত্যাগী, সৎ ও যোগ্যদের নির্বাচিত করা উচিত বলে মনে করেন দলীয় নেতারা। কর্মী সমর্থকদের সাথে যোগাযোগ আছে এমন নেতা চান মাঠ পর্যায়ের কর্মীরা।
এ বছর কাউন্সিলরের সংখ্যা ৪শ’ ৭১ জন। তবে নতুন কমিটি ভোটাভুটির মাধ্যমে হবে, নাকি কেন্দ্র থেকে ঘোষণা আসবে, তা এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে।