বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা হবে: পররাষ্ট্র মন্ত্রী
- আপডেট সময় : ০২:২২:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ সঠিক পথেই হাঁটছে। বিএনপির নেতৃত্বে সারাদেশে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ ছড়িয়ে পড়েছিল তার মুলোৎপাটন করাই এখন সরকারের অঙ্গীকার। আর পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বাংলাকে এবার জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা করা হবে। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এসব কথা বলেন তারা।
ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে পরিবারের কনিষ্ঠ সদস্যরাও এভাবে বাবা-মায়ের সাথে আসেন প্রভাতফেরিতে। জনসমুদ্রের মাঝে খালি পায়ে ফুল হাতে তারাও স্মরণ করেন বায়ান্নোর ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারীদের। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করতে আসেন দলের সিনিয়র নেতারা। এ সময় তারা একুশের চেতনা প্রতিষ্ঠায় তুলে ধরেন সরকারের লক্ষ্য।
আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আসেন ভাষাশহীদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালবাসা আর শ্রদ্ধা জানাতে।
শ্রদ্ধা জানান ঢাকায় থাকা অনেক বিদেশীও। বাংলা ভাষার সঠিক বানান ও উচ্চারণ প্রয়োগের তাগিদ দেন অনেকে। বাংলা ভাষার মর্যাদা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে একুশের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশা সকলের।