বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
শুদ্ধি অভিযানকে সহায়তা করার আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে।
দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের । তিনি বলেন,অনুপ্রবেশকারীদের নয়, দলে মূল্যায়ন করতে হবে ত্যাগী নেতাকর্মীদের। দীর্ঘদিন পর আওয়ামী লীগের সম্মেলন হওয়ায় দলের জেলা ও মহানগর কমিটিগুলোতে এখন সেশন জটের সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।