বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে অর্থনীতির ভিত তৈরি করেছে বিএনপি
- আপডেট সময় : ০৮:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে অর্থনীতির ভিত তৈরি করেছে বিএনপি। সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকীর ভার্চূয়াল আলোচনা সভায় এ দাবি করেন দলটির নেতারা। তারা বলেন, লুটপাটের অর্থনীতিকে সংস্কার করে মুক্তবাজার অর্থনীতির টেকসই ভিত গড়েছিলেন সাইফুর রহমান।
জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য এবং সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনলাইন আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সাইফুর রহমানের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বিএনপি নেতারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে পথিকৃৎ ছিলেন এম সাইফুর রহমান।
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, অর্থনীতিকে নতুন একটি কাঠামোতে দাড় করেছিলো বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আধুনিক মুক্ত বাজার অর্থনীতি গঠনে অতুলনীয় ভূমিকা ছিলো সাইফুর রহমানের।
বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও শিক্ষার্থীদের স্কুলে নিতে বিএনপি সরকার উপ-বৃত্তি চালু করেছিলো বলেও জানান তিনি।