বাংলাদেশি ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীদের অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে সার্বিয়া
- আপডেট সময় : ০৯:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশি ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারীদের অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে দক্ষিণ ইউরোপের দেশ সার্বিয়া। এছাড়া, দ্বি-পক্ষীয় বেশ কিছু বিষয়ে আলোচনা ও চুক্তি সই করতে তিন দিনের সফরে গতকাল রাতে ঢাকায় পৌঁছেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ।
রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে দ্বিপক্ষীয় বৈঠক করেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী
ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য শতভাগ স্কলারশিপ, শ্রমশক্তি রপ্তানী ছাড়াও দ্বি-পক্ষিয় স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি বিষয়ে আলোচনা করেন নিকোলা সেলাকোভিচ।
বৈঠক শেষে অফিস কনসালটেশন এফওসি, এবং কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসাবিহীন যাতায়াত বিষয়ে সমঝোতা স্মারক সই করেন দু-দেশের পররাষ্ট্রমন্ত্রী ।
পরে সংবাদ সম্মেলনে দু-দেশের সর্ম্পক নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন।
এসময় রাজনীতি ও অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের গুরত্ব বেড়েছে বলে জানান সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
বর্তমানে বাংলাদেশর সার্বিয়ার দূতাবাস না থাকলেও বাংলাদেশীদের জন্য ভিসা সেন্টার করার এবং ভিসা প্রাপ্তি সহজ করার কথা ভাবছে দক্ষিণ ইউরোপের এ দেশটি।