বাংলাদেশি শান্তিরক্ষী ল্যান্স কর্পোরাল মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুনের জানাজা সম্পন্ন
- আপডেট সময় : ১১:০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত বাংলাদেশি শান্তিরক্ষী ল্যান্স কর্পোরাল মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুনের জানাজা সম্পন্ন হয়েছে।
সকালে ঢাকা সেনানিবাসের ১৩ এমপি ইউনিটের ‘চপার্স ডেন’-এ তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনা সদস্যরা অংশ নেন। জানাজা শেষে বাহিনী প্রধানের পক্ষে শহীদের সম্মানে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন লেফটেনেন্ট জেনারেল সামসুল আলম ।এরপর শান্তিরক্ষীর মরদেহ নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বিন্দুপাড়ায় পাঠানো হয়। সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় তার দাফন সম্পন্ন হবে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আভিযানিক দায়িত্ব পালনকালে গত ২৫ অক্টোবর ডেলে নামক স্থানে ব্যান এলাকিউআরএফ-১ এর একটি ওয়াটার বাউজার মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। শহীদ সেনা সদস্যের মরদেহ গতকাল ঢাকা আনা হয়।