বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস বিশ্বব্যাংকের
- আপডেট সময় : ০৭:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
শ্রেণী ও লিঙ্গ বৈষম্য, মানসম্মত শিক্ষার অভাব, দারিদ্র্য এবং আয় বৈষম্য আগামীর লক্ষ্য অর্জনের পথে বড় বাধা বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ মূল্যায়ণ ও পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। সংকট উত্তরণে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করে তিনি। আর বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দিয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি বলেন, উন্নয়নের সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে মনযোগী হতে হবে সরকারকে।
নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুসহ একের এক বড় বড় অবকাঠামো তৈরী করে বিশ্বকে তাঁক লাগিয় দিচ্ছে বাংলাদেশ। দেশজুড়ে এতসব উন্নয়নের পরও বাড়ছে ধনী ও দরিদ্র বৈষম্য। মানসম্মত ও কারিগরি শিক্ষার অভাবে বাড়ছে বেকারত্ব। এমন বাস্তবতায় ১১তম সাউথ এশিয়া ইকোনোমিক পলিসি নেটওয়ার্ক অন সোশ্যাল প্রোগ্রেস ইন এশিয়া শীর্ষক দুদিন ব্যাপী কনফারেন্সের আয়োজন করে বিশ্বব্যাংক ও ব্র্যাকসহ ৩টি প্রতিষ্ঠান।
বাংলাদেশ বিশ্বব্যাংক বন্ধুত্বপূর্ন সম্পর্কের ৫০ বছর পূর্তির কথা স্মরণ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। পাশে থাকার আশ্বাস দিয় পরামর্শ দেন আগামীর করণীয় সম্পর্কে। প্রধান অতিথির বক্তব্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে চলমান বাঁধাগুলো তুলে ধরেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
স্মার্ট বাংলাদেশের গড়ার লক্ষ্য অর্জনে করণীয় সম্পর্কেও দিক নির্দেশনা দেন তিনি। দরিদ্র মানুষের জীবন মান উন্নয়ণে বিনামূল্যের আশ্রয়ণ প্রকল্প, টিসিবি কার্যক্রম তুলে ধরার পাশাপাশি দেশের অগ্রযাত্রায় রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।