বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস আইসিসি’র চেয়ারম্যানের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসি’র চেয়ারম্যান গ্রেগ বার্কলে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় একথা বলেন তিনি।
গত সাত বছরে অসামান্য পারফরম্যান্সের জন্য বাংলাদেশের পুরুষ ও নারী উভয় ক্রিকেট দলের ভূয়সী প্রশংসা করেন আইসিসি চেয়ারম্যান।বাংলাদেশকে কোচিং, আম্পায়ারিং এবং পিচ উন্নয়নে সহযোগিতা করবেন বলে জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আইসিসি সর্বাত্মক সহযোগিতা করলে বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাবে। দুই দিনের সফরে রোববার ঢাকায় আসেন আইসিসি চেয়ারম্যান বার্কলে। ঢাকায় আসার পর পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ পরিদর্শন করেন তিনি।