বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘণের অভিযোগে উদ্বিগ্ন জাতিসংঘ
- আপডেট সময় : ০১:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ২২৫২ বার পড়া হয়েছে
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান সব রাজনৈতিক দল অংশ না নেয়ায় হতাশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এবার নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে কানাডা। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘণের অভিযোগে উদ্বিগ্ন জাতিসংঘ।
গণতন্ত্র সুসংহত করতে বাংলাদেশের সব স্তরের জনগনের আইনী সুবিধা পাওয়ার অধিকার রয়েছে বলে মত দিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক। এই অধিকারের প্রতি সরকারকে শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান তার। অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে এটা অত্যাবশ্যক বলেও মত দেন ডুজারিক।
ইইউর পক্ষে ইউরোপের ২৭ দেশের এই জোটের উচ্চপদস্থ প্রতিনিধি জোসেপ বোরেল এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি নির্বাচনে অনিয়মের খবরের সময়োচিত ও পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
কানাডা সরকারের গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশ প্রকাশ করেছে। এছাড়া নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা।