বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে : ভারতীয় মুখপাত্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ১৭৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশে আসন্ন নির্বাচন দেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারত মনে করে বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এক ব্রিফিংয়ে তিনি বলেন, ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার হিসেবে ভারত বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়।
ভারত সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে সমর্থন এবং আসন্ন নির্বাচনকে প্রভাবিত করছে বলে বিএনপির এমন অভিযোগের বিষয়ে বাগচি মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি বলেন, ভারত তৃতীয় কোনো পক্ষের নীতির বিষয়ে মন্তব্য করতে চায় না। বাংলাদেশে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাসের সাম্প্রতিক ভারত সফরের বিষয়টিও এড়িয়ে যান অরিন্দম বাগচি। বলেন, এটি তার ব্যক্তিগত সফর হতে পারে। এ সম্পর্কে বিস্তারিত জানা নেই এবং এই মুহুর্তে বলার মত কিছু নেই