বাংলাদেশের টানা হারে হতাশ সমর্থকরা
- আপডেট সময় : ০৯:২০:০০ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের টানা হারে হতাশ সমর্থকরা। এমন ব্যর্থতা যেন কিছুতেই মানতে পারছেন না তারা। পুরো ক্রিকেট কাঠামো ঢেলে সাজানোর দাবি অনেকের।হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, এই নীতিতে এখনও অটল আছেন কেউ কেউ।
চেনা দৃশ্য, হতাশার প্রতিচ্ছবি। বাংলাদেশ সমর্থকদের মন খারাপের এই দৃশ্যটা যেন এখন নিত্যদিনের সঙ্গী। পাকিস্তানের বিপক্ষে আরও এক ম্যাচে বাংলাদেশের হার।
দেড় বছরেরও বেশি সময় পর দেশের মাটিতে কোন সিরিজে মাঠে ফিরেছে দর্শক। প্রত্যাবর্তনের সিরিজে হতাশা সঙ্গী যাদের। তাই ম্যাচ শেষে হারের কষ্ট আড়াল করতে পারেননি তারাও।
সিরিজ হারের অপ্রাপ্তির মাঝেও মোস্তাফিজ তাসকিনদের লড়াকু মানসিকতাকে প্রাপ্তি হিসেবে দেখছেন দর্শকরা। তারা আশা করছেন পরের ম্যাচে ঘুচবে অপূর্ণতা।
এর আগে সকাল গড়িয়ে দুপুর নামতে সমর্থকদের পদচারনায় মুখরিত হয় মিরপুর স্টেডিয়াম। যাদের চোখে-মুখে ছিলো শুধুই জয়ের ক্ষুধা।
একটা জয়, শুধু একটি জয়ই সমাধান দিতে পারে এখন সব কিছুর।