বাংলাদেশের তরুণরা কখনই ভোট দেওয়ার সুযোগ পায়নি : ড. মুহাম্মদ ইউনূস
- আপডেট সময় : ০৭:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
- / ১৮১৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের তরুণরা কখনই ভোট দেয়ার সুযোগ পায় নি, সঠিক গণতন্ত্র নিশ্চিতের মাধ্যমেই তাদের খুশি করা উচিত বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাকারে ড. ইউনুস বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষের বেশির ভাগই তরুণ এবং যারা কখনও ভোট দেয়ার সুযোগ পায় নি। এখন থেকে এমন গণতন্ত্র গঠন করতে হবে যেনো তরুণ প্রজন্ম বুঝতে পারে দেশে গণতন্ত্র রয়েছে। ফলে আমাদের প্রথম কাজই হবে তরুণদের সাথে আলোচনায় বসা। তাদের মতামত প্রাধান্য দেয়া। ৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিক্ষোভকারীদের হামলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে ড. ইউনূস বলেন, এটা সম্পূর্ণ শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের ফল। তিনি আরও জানান, বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল হলে তা মিয়ানমারসহ আশপাশের দেশে অগ্ন্যুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। যার প্রভাব পড়বে পশ্চিম বঙ্গের সেভেন সিস্টারস পর্যন্ত।