বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ কাদের
- আপডেট সময় : ০৬:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
আপন কর্ম মহিমায় বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
৭৫ পরবর্তী বাংলাদেশে সবচেয়ে সৎ,সাহসী ও মানবিক নেতা শেখ হাসিনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের বিস্ময়।
এদিকে, বঙ্গব্ন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় বিএনপি- জামায়াত ও হেফাজতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।
অন্যদিকে, দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যবর্তন দিবসের স্মৃতিচারণ করেন, তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবকলীগের আলোচনায় শেখ হাসিনা বাংলাদেশের জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এছাড়া, দিবসটি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দোয়া, মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে যুবলীগ। আর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে দিবসটি উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।