বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে : প্রেসিডেন্ট বাইডেন
- আপডেট সময় : ০১:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা .মুহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকসহ আরও কয়েক দেশ ও বৈশ্বিক সংস্থার প্রধানের সাথে সাক্ষাত হয়েছে তাঁর। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ড.ইউনূস।
গত ৮ই আগস্ট ক্ষমতা গ্রহণের পর এবার বাংলাদেশের অন্তবর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন ড.মুহাম্মদ ইউনুস। অধিবেশনে যোগদানকালে মঙ্গলবার নিউইর্য়কের জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
বৈঠকে ড.ইউনূস বিগত সরকারের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুর্ণগঠনে তাদের অবস্থানের কথা জানান বাইডেনকে। এসময় যেকোনো সহায়তায় বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকের পর হোয়াইট হাউজ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
এদিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ-কানাডার সর্ম্পক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা বৃদ্ধির আহবান জানান ড.ইউনূস। পরে কানাডার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের বিপ্লব চলাকালে তরুণদের বর্ণিল গ্রাফিতি আঁকা-দ্য আর্ট অব ট্রায়াল উপহার দেন।
এদিকে.. রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকতাদের কাছে তিনটি প্রস্তাব দেন ড.ইউনূস। এসময় বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য নতুন করে ১৯৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ার ঘোষণা দেন উজরা। একইসাথে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাবেক মার্কিন প্রেসডেন্ট বিল ক্লিনটন, ব্রাজিলের প্রধানমন্ত্রী লুলা ডি সিলভার সাথে দেখা করেন প্রফেসর ইউনূস। আগামী ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি।