বাংলাদেশের পরবর্তী নির্বাচনে কোন বিদেশী শক্তি হস্তক্ষেপ করবে না : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / ১৭৪১ বার পড়া হয়েছে
বাংলাদেশের পরবর্তী নির্বাচনে কোন বিদেশী শক্তি হস্তক্ষেপ করবে না বলে নিশ্চয়তা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোন দেশকে অবজ্ঞা করার সুযোগ নেই– তাই বন্ধুত্ব রক্ষা করার কৌশল নিয়ে চলছে বাংলাদেশ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। বিএনপি নির্বাচনে বাধা দিলে তার জবাবও প্রস্তুত আছে বলে জানান ওবায়দুল কাদের।
সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, কোন দেশকে অবজ্ঞা করার সুযোগ নেই তাই বন্ধুত্ব করার কৌশল নিয়ে চলছে বাংলাদেশ। কোন বিদেশী শক্তির জোরে কেউ ক্ষমতায় যেতে পারবে না বলেও জানান তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য গণবিস্ফোরণ প্রয়োজন কিন্তু সেরকম জনসমর্থন বিএনপির নেই। জিতিয়ে দেয়ার নিশ্চয়তা না পেলে নির্বাচনে আসতে চায় না বিএনপি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।