বাংলাদেশের বিপক্ষের ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৭৮ রান
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষের ২ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ৭৮ রান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে পাকিস্তান।
সিরিজ বাঁচাতে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে। তবে টস হেরেও মিরপুরেও প্রথম ঘণ্টাকে গুরুত্বপূর্ণ বললেন অধিনায়ক মুমিনুল হক। এই টেস্টে অভিষেক হয়েছে মাহমুদুল হাসান জয়ের। তিনি খেলবেন সাদমান ইসলামের পরিবর্তে । দলে ফিরেছেন সৈয়দ খালেদ আহমেদ। সাকিব, খালেদ ও জয়কে জায়গা করে দিতে একাদশ থেকে বাইরে রাখা হয়েছে আগের ম্যাচ খেলা সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি ও আবু জায়েদ রাহিকে।