বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
সিরিজের প্রথম টেস্টে হেরে কিছুটা চাপে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে পোর্ট এলিজাবেথে খেলছে টাইগাররা। এশিয়ার ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এই মাঠে দুটি করে টেস্ট খেলেছে। বাংলাদেশ এবারই প্রথম ওই মাঠে নামলো। দলের ইনজুরি সমস্যা ভাবাচ্ছে বাংলাদেশকে। চোটে দল থেকে ছিটকে গিয়ে দেশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এতে পরিবর্তন এসছে টাইগার দলে। দলে আছেন স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল। প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় টাইগাররা।