নির্যাতিত -নিপীড়িত মানুষের পাশে সব সময় থাকবে বাংলাদেশঃ প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১১:৫৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে সবসময় থাকবে বাংলাদেশ। বিভিন্ন দেশে দায়িত্বরত শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। তারা মানবতা আর মানবকল্যাণে কাজ করে দেশের জন্য সম্মান বয়ে আনছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংকটপূর্ণ আর যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে শান্তি ফিরিয়ে আনতে কাজ করা যোদ্ধাদের সম্মানে ২০০৩ সাল থেকে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’। ১৯৮৮ সালে ইরাকে শান্তিরক্ষী পাঠানোর মধ্য দিয়ে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যোগ দেয় বাংলাদেশ। গত তিন দশকে সেনা , নৌ, বিমান ও পুলিশবাহিনীর এক লাখ ৭৬ হাজার ৬৭৪ জন সদস্য ৪০টি দেশে ৫৫টি শান্তি মিশনে অংশ নেয়। বর্তমানে বিশ্বের আটটি দেশে প্রায় সাত হাজারের মত সদস্য শান্তিরক্ষায় কাজ করে যাচ্ছে।
দিবসটি উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, সারাবিশ্বে শান্তিরক্ষায় সক্রিয় অংশগ্রহণকারী দেশ হিসেবে গৌরব ও মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বলেন, মানবিকতার জন্যই বিশ্বে শান্তিরক্ষী চাহিদায় বাংলাদেশ প্রথম পছন্দ। সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই পথ চলতে চায় সরকার।
কোভিড পরিস্থিতিতে শিক্ষাখাতে সৃষ্ট সমস্যা কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
এর আগে শহীদ শান্তিরক্ষীদের নিকটাত্মীয় এবং আহত শান্তিরক্ষীদের সম্মান জানিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্মারক তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।