বাংলাদেশে আরো বিনিয়োগ করবে জাপান: রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০৭:৫১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
বৈশ্বিক করোনা পরিস্থিতি স্বাভাবিক হবার পর বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করবে জাপান। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করে এ কথা জানান ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল সাংবাদিকদের বলেন, ঢাকার শাহজালাল বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শেষ হবার পর বাংলাদেশ ও জাপান এটি যৌথভাবে পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে জাপানী রাষ্ট্রদূত জানান, করোনা পরিস্থিতির মাঝেও মাতারবাড়ি প্রকল্পের কাজ একই গতিতে এগিয়ে চলেছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট শিল্পাঞ্চলটি বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজারে ও চট্টগ্রামের মিরেরসরাইয়ে শিল্পাঞ্চল নির্মাণের অগ্রগতি নিয়েও এসময় আলোচনা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাপানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেন নাওকি ইতো।