চার দিনের সফরে বাংলাদেশে আসছেন দুই কংগ্রেসম্যান
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- / ১৬৬০ বার পড়া হয়েছে
১২ আগস্ট চার দিনের সফরে বাংলাদেশে আসছেন দুই কংগ্রেসম্যান। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি তারা বৈঠক করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গেও।
বাংলাদেশে মার্কিন কর্মকর্তাদের একের পর এক সফরের মধ্যেই এবার বাইডেন প্রশাসনই পাঠাচ্ছে দেশটির দুই কংগ্রেসম্যানকে। রোহিঙ্গাদের অর্থায়ন কমিটিতে থাকা এই দুই কংগ্রেসম্যানের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের, অন্যজন রিপাবলিকান। যুক্তরাষ্ট্রের দেয়া অর্থ ঠিকমতো ব্যবহার হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নিতেই তাদের এই সফর। ১৩ আগস্ট তারা রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে যাবেন। পর দিন দুই কংগ্রেসম্যান আরআরআরসি ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। পরে ঢাকায় তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।