বাংলাদেশে এসেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
একদিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভোরে ঢাকা পৌছালে বিমানবন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।
আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সভাপতি নির্বাচিত হওয়ার পর এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে এটিই তার প্রথম সফর। ফিফা প্রধানের এই ‘শুভেচ্ছা সফর’ দুই দিনের হওয়ার কথা ছিল। কিন্তু সফরটি হতে যাচ্ছে এক দিনেরও কম। এই অল্প সময়ে ব্যস্ত সময় কাটাবেন ইনফান্তিনো। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন। তখন প্রধানমন্ত্রীর হাতে ফিফার জার্সি তুলে দেন ইনফান্তিনো। এরপরই তিনি গিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে। দুপুরে হোটেল সোনারগাওয়ে সংবাদ সম্মেলনেও করবেন ইনফান্তিনো। কোন ফিফা সভাপতির এটা বাংলাদেশে চতুর্থবার আগমন।