বাংলাদেশে কর্মরত বিদেশিদের মাধ্যমে বছরে ২৬ হাজার ৪০০ কোটি টাকা পাচার
- আপডেট সময় : ০২:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
বাংলাদেশে কর্মরত বিদেশিদের মাধ্যমে বছরে ২৬ হাজার ৪০০ কোটি টাকা পাচার হয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ-টিআইবি। সংস্থার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, বিষয়টি খুবই উদ্বেগজনক।
সকালে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে বাংলাদেশে বিদেশিদের কর্মসংস্থান; সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। টিআইবির রিসার্চ অ্যান্ড পলিসি শাখার প্রোগ্রাম ম্যানেজার মনজুর ই খোদা’র করা এই গবেষণায় বলা হয়, দেশে বৈধ-অবৈধভাবে কমপক্ষে আড়াই লাখ বিদেশি কর্মরত। যাদের অধিকাংশেরই বৈধ ওয়ার্ক পারমিট নেই। দেশে বিদেশিদের কাজের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা ও আইন থাকলেও এগুলো প্রয়োগের অভাবে যে পরিমাণ রেমিটেন্স আসছে, তার চেয়ে বেশি রেমিটেন্স অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন টিআইবি’র নির্বাহী পরিচালক। বিদেশি কর্মীর আগমন, প্রত্যাগমন ও নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ ও নিয়মবহির্ভূত অর্থের লেনদেনের অভিযোগও করেন ড. ইফতেখারুজ্জামান।