বাংলাদেশে গণমাধ্যম কতটা স্বাধীন তা জানতে চেয়েছে ইইউ প্রতিনিধিদল
- আপডেট সময় : ০৯:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১৫৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশে গণমাধ্যম কতটা স্বাধীন তা জানতে চেয়েছে সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদল। আর ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নিজেদের উদ্বেগের কথা ইইউকে জানিয়েছেন গণমাধ্যম সম্পাদকরা। গুলশানে ইইউ কার্যালয়ে বৈঠক শেষে এসব কথা বলেন সম্পাদকরা। আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে প্রতিনিধি দলকে আহ্বান জানিয়েছে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডি-ক্যাব।
রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে সফরত ইইউ প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন চার জন সম্পাদক। ঘণ্টাব্যাপী বৈঠকে আগামী নির্বাচনসহ নানা বিষয়ে কথা বলেন তারা।
বৈঠক শেষে সম্পাদকরা জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রশ্নে ইইউ প্রতিনিধিদের আসার বিষয়টি দুঃখজনক। তবে তাদের প্রতিবেদনে দেশের মানুষ যেন সন্তুষ্ট হয় সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান তারা।
পরে ইইউ প্রতিনিধিদের সাথে বৈঠক করেন কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব। ঘন্টাব্যাপী বৈঠক শেষে তারা জানান, আগামী নির্বাচনে পর্যবেক্ষেক পাঠানোর আহবান জানানো হয়েছে।
এছাড়া দিনব্যাপী বিভিন্ন শ্রেণী-পেশার কয়েকজন নাগরিকের সাথেও মতবিনিময় করেন ইইউ প্রতিনিধি দল।