বাংলাদেশে টিকা সহযোগিতা অব্যাহত রাখতে চায় চীন
- আপডেট সময় : ০২:০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
বাংলাদেশে টিকা সহযোগিতা অব্যাহত রাখতে চায় চীন।একইসঙ্গে বাংলাদেশের অনুরোধে যৌথ টিকা উৎপাদনেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ।
বৃহস্পতিবার তাসখন্দে কানেক্টিভিটি সম্মেলনের ফাঁকে সাইড লাইনে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় এসব আশ্বাস দেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে ছয় জাতি কোভিড কনসালটেশন উদ্যোগ নেয়ায় চীন সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের কঠিন সময়ে চীন থেকে টিকা উপহার ও বাণিজ্যিকভাবে বিক্রি করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। ড. মোমেন বাংলাদেশে চীনের যৌথ টিকা উৎপাদনে সহযোগিতা চান। চীনের পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে টিকার যৌথ উৎপাদনে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ঢাকা ও বেইজিং একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়। দুই মন্ত্রী চীনের উদ্যোগে ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে নতুন করে আলোচনা শুরুর ওপর গুরত্বারোপ করেন।