বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বাড়ছে এমন অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ
- আপডেট সময় : ০৩:৪৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বাড়ছে এমন অভিযোগে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র। এ বিষয়ে আলোচনা করতে জুনে ঢাকায় বসছে ইইউ-বাংলাদেশ প্রথম রাজনৈতিক সংলাপ।
বিষয়গুলো সুরাহায় জবাবদিহি নিশ্চিতের তাগিদ সংস্থাটির। এদিকে, সংবিধান অনুযায়ী সবার মানবাধিকার সমুন্নত রাখার অঙ্গীকার বাংলাদেশ। ব্রাসেলসে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ কমিশনের দশম বৈঠকে শুক্রবার ইইউর পক্ষ থেকে এমন উদ্বেগ জানানো হয়। গণতন্ত্র রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান উল্লেখ করে শুক্রবার ইইউর ওয়েবসাইটে বলা হয়, মানবাধিকার পরিস্থিতি এবং ডিজিটাল নিরাপত্তা আইনের কাঠামোতে বাংলাদেশে মতপ্রকাশের অধিকার কমে গেছে। এ নিয়েই উদ্বিগ্ন ইইউ। বৈঠকে সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার, রোহিঙ্গা সমস্যা অর্থনৈতিক-বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেন বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও ইইউর বৈদেশিক সম্পর্ক বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পোলোনি।